ফের বিজেপি প্রার্থীর ছবি সহ বিতর্কিত পোস্টার : রাজনৈতিক চাপানউতোর এলাকায়

24th March 2021 5:46 pm বাঁকুড়া
ফের বিজেপি প্রার্থীর ছবি সহ বিতর্কিত পোস্টার : রাজনৈতিক চাপানউতোর এলাকায়


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : বিজেপি বিরোধী পোষ্টার লাগানোর ঘটনা অব্যাহত বাঁকুড়ায়। এবার ঐ দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি ও কোতুলপুর বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী হরকালী প্রতিহারের বিরুদ্ধে পোষ্টার পড়লো। বুধবার প্রকাশ্যে আসা কোতুলপুর থানা সংলগ্ন ডাকবাংলো সংলগ্ন এলাকায় ঐ বিতর্কিত পোষ্টার কে বা কারা লাগালো স্পষ্ট নয় কারো কাছেই। আর যা নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়ি।

  রঙিন ও ছাপা ঐ পোষ্টারে প্রার্থী হরকালী প্রতিহারের ছবি ও পদ্মফুল সহ ঐ পোষ্টারে লেখা রয়েছে 'হরকালী প্রতিহার একজন যৌন হেনস্থাকারী নেতা। সেই জন্য ওনাকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এই বিধানসভা নির্বাচনে ওনাকে হাস্যকরভাবে বিজেপির পক্ষ থেকে কোতুলপুর বিধানসভায় টিকিট দেওয়া হয়। একেবারে শেষ লাইনে 'এই সমস্ত বিজেপির নেতৃত্বকে আপনি কি কোতুলপুরের জনগণ হিসেবে মেনে নেবেন' বলেও প্রশ্ন তোলা হয়েছে।    যার বিরুদ্ধে পোষ্টার সেই বিজেপি নেতা ও কোতুলপুর বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী হরকালী প্রতিহার তৃণমূল হারছে জেনেই এই ধরণের 'নোংরা চক্রান্ত' করছে দাবি করে বলেন, ওনাদের নেত্রী ধর্ষণের রেট বেঁধে দিচ্ছেন, আর ওনার কর্মীরা মা বোনেদের সম্মান দিতে জানেননা। একই সঙ্গে ঐ পোষ্টার লাগানোর সময় একজনকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

    কোতুলপুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ চরমে দাবি করে তৃণমূল জেলা সভাপতি শ্যামল সাঁতরা বলেন, ওদের ওখানে যে প্রার্থী হয়েছে তার বিরুদ্ধে পোষ্টার পড়ছে। এনিয়ে তাদের কোন মাথাব্যাথা নেই বলে তিনি দাবি করেন।

 





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।